• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৭, ২০২১, ০৫:০৪ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৭, ২০২১, ০৫:০৪ পিএম

বগুড়ায় বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু

বগুড়ায় বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু

বগুড়ায় ব্রজপাতে কৃষক আব্দুস সামাদ (৪৫) ও তার পুত্র হাবিবুর রহমান (১৪) মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে জেলার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। জমিতে পাওয়ার টিলার দিয়ে হালচাষ করার সময় পিতাপুত্রের মর্মান্তিক মৃত্যু হয়। কৃষক আব্দুস সামাদ নন্দীগ্রাম সরিষাবাদ গ্রামের সাদেক আলীর পুত্র ও হাবিবুর রহমান উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বান্দিরপুকুর দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে লেখাপড়া করতো।

জানা গেছে, কৃষক আব্দুস সামাদ ও তার পুত্র হাবিবুর রহমান সরিষাবাদ দক্ষিণ মাঠে পাওয়ার টিলার দিয়ে জমিতে হালচাষ করতে যায়। হালচাষ করার সময় বেলা ১১ টার দিকে হঠাৎ বজ্রপাত হয়। সেই বজ্রপাতে পিতাপুত্র আহত হলে মাঠের অন্যান্য কৃষকরা তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। পিতাপুত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।