• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩০, ২০২১, ০৪:১৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩০, ২০২১, ০৪:১৬ পিএম

ভারি বর্ষণে পাহাড় ধস

ভারি বর্ষণে পাহাড় ধস

টানা ভারি বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় রাস্তায় একটি পাহাড় ধসে পাঁচটি বৈদ্যুতিক খুঁটি ও একাধিক গাছ ভেঙে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাস্তা থেকে গাছ ও মাটি পরিষ্কারের কাছ করছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা। শুক্রবার ভোরে স্মরণ চত্বরের ( জিরো পয়েন্ট) পশ্চিম পাশে কাটা পাহাড়ের মাঝে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান আব্দুর রাজ্জাক বলেন, ‘টানা ভারি বর্ষণে কাটা পাহাড়ের রাস্তার পাশে পাহাড়ধস হয়। এতে পাহাড়ের উঁচু একটি অংশ ধসে রাস্তায় বন্ধ হয়ে যায়। এতে কমপক্ষে পাঁচটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। এছাড়া কয়েকটি গাছ ও ভেঙে গেছে। বর্তমানে বৈদ্যুতিক সংযোগ বন্ধ রয়েছে। সকাল থেকে আমাদের নিরাপত্তা কর্মীরা উদ্ধারের কাছ করছে।’

এ বিষয়ে চবি সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া বলেন, টানা ভারি বর্ষণে এ পাহাড়ধস। আমরা তাড়াতাড়ি সবকিছু ঠিক করে পুনরায় বৈদ্যুতিক সংযোগ দেওয়ার ব্যবস্থা করবো। এরআগে ভারি বর্ষণের কারণে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মাইকিং করেছে প্রশাসন।’

উল্লেখ্য, চবি কাটা পাহাড় বিশ্ববিদ্যালয়ের একটি দৃষ্টিনন্দন সড়ক।