• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ১০:০৪ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১, ২০২১, ১০:০৪ এএম

চট্টগ্রামে ত্রাণ সামগ্রী হস্তান্তর 

চট্টগ্রামে ত্রাণ সামগ্রী হস্তান্তর 

চট্টগ্রাম মহানগর ও জেলায় করোনা পরিস্থিতিতে জনসাধারণের মাঝে বিতরণের উদ্দেশ্যে জেলা পরিষদের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী হস্তান্তর করে জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য শেখ মোহাম্মদ আতাউর রহমান, আ.ম.ম দিলসাদ, জাফর আহমেদ, শওকত আলম শওকত, কাজী আব্দুল ওহাব, দেবব্রত দাশ, এস.এম আলমগীর চৌধুরী, আকতার উদ্দিন মাহমুদ পারভেজ, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ জসিম উদ্দীন, আবু আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট উম্মে হাবিবা,  রেহেনা বেগম ফেরদৌস চৌধুরী, শাহিদা আক্তার জাহানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে পূর্বের ধারাবাহিকতায় এ পর্যায়ে জেলার করোনাকালিন দুর্গত ১৩০০০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে প্রত্যেক পরিবারকে  ৮ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি খেসারি ডাল, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ ও ২ টি  সাবান প্রদান করা হবে।

জাগরণ/এমআর