• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ১১:৪৫ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩, ২০২১, ১১:৪৫ এএম

যমুনায় ফের তীব্র ভাঙন

ভিটেবাড়ি হারিয়ে নিঃস্ব নদীপাড়ের মানুষ

ভিটেবাড়ি হারিয়ে নিঃস্ব নদীপাড়ের মানুষ

প্রমত্তা যমুনা নদীতে আবারও তীব্র ভাঙন শুরু হয়েছে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আলীপুর এলাকা তছনছ হয়ে যাচ্ছে। 

গতকাল সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত ভাঙনে বিলীন হয়ে গেছে বসত বাড়িসহ বিভিন্ন স্থাপনা।  হুমকির রয়েছে শত শত ঘরবাড়ি ও বসতভিটা। 

ইউপি সদস্য আব্দুল খালেক মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ঘর, মাদ্রাসার ঘর, মসজিদ ও হাটের জায়গা বিলীন হয়ে যায়। এসব প্রতিষ্ঠান থেকে শুধু কয়েকটা ব্রেঞ্চ বের করা সম্ভব হয়েছে। বাকি সব যমুনায় চলে গেছে। এছাড়াও আশে পাশের অসংখ্য বাড়িঘর ও বসতভিটা হুমকির মুখে রয়েছে।

স্থানীয়রা বলেন, আসবাবপত্র সরানোর মতো সময় পর্যন্ত পাইনি। ভাঙনরোধে স্থায়ী বাঁধের দাবি করছি অনেক বছর ধরে। কিন্তু কোন কাজ হয় না। বহু পরিবারের একাধিকবার বাড়ি ভেঙে গেছে। তারা নতুন নতুন বাড়ি বানাতে বানাতে সর্ব শান্ত। অনেকেই আতঙ্কে থাকেন কখন যেন নদীতে সব নিয়ে যাবে? আর বর্ষা এলেই ভয় বেড়ে যায়। 

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, ভাঙনরোধে কাজ করা হবে।

জাগরণ/এমআর