• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০৫:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩, ২০২১, ০৫:৩৯ পিএম

বাঞ্ছারামপুরে শিয়ালের উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

বাঞ্ছারামপুরে শিয়ালের উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী
শিয়ালের কামড়ে আহত মমতাজ বেগম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন গ্রামে শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। বাঞ্ছারামপুর উপজেলার সদর ইউনিয়নের তেলিকান্দি গ্রামে গত মঙ্গলবার শিয়ালের কামড়ে মহিলাসহ আজ ৪-৫ জন আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।

খোজ নিয়ে জানা যায় যে, সদর ইউনিয়নের তেলিকান্দি গ্রামে গত মঙ্গলবার সকাল আনুমানিক বারটায় একটি শিয়াল প্রবেশ করে লোকজনকে কামড়ানো শুরু করে। কোনো কিছু বুঝার আগেই গ্রামের মমতাজ বেগম (৫৫) কে মুখে কামড় বসিয়ে দেয়। শিয়ালের কামড়ে লাভলী বেগম (৪৫), তজু মিয়া (৫০), সরিষারচর গ্রামের শাহিন (২৫) আহত হয়েছে। আহত চার রোগীদের প্রথমে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়। মমতাজ বেগম (৫৫) কে  মুখের নিচের মাড়িতে এমন ভাবে কামড়িয়েছে যে, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে । বাকি তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রতি বছরের ন্যায় এ বর্ষা মৌসুমেও উপজেলার বিভিন্ন গ্রামে শিয়ালের আক্রমণ লক্ষ্য করা যায়। শিয়ালের এ রকম আক্রমণের কারণে আশে পাশের সকল গ্রামবাসীরা আতঙ্কিত।

জাগরণ/এসকে