• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ১১:২৪ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৪, ২০২১, ০৫:২৭ এএম

করোনা উপসর্গ নিয়ে ২ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে ২ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে দুই ঘণ্টার ব্যবধানে বৃদ্ধা স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার নগরীর বায়েজিদ থানার জালালাবাদের কুলগাঁও এলাকায় নিজ বাড়িতে মারা যান তারা। বেলা আড়াইটার দিকে মারা যান কাজী মো. শফি (৭৫)। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে মারা যান তার স্ত্রী মমতাজ বেগম (৭০)।

মৃত্যুকালে তারা তিন ছেলে ও দুই মেয়ে রেখে যান। বুধবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরদেহ দাফন করা হবে। লাশ দাফনে গাউসিয়া কমিটি বাংলাদেশের সহায়তা চাওয়া হয়েছে।

কাজী মো. শফির ভাতিজা বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব মুহাম্মদ এয়াকুব বলেন, আমার চাচা কয়েক দিন ধরে হালকা জ্বরে আক্রান্ত ছিলেন। চাচার পর চাচীও জ্বরে ভুগছিলেন। তাদের বাসায চিকিৎসা দেওয়া হচ্ছিল। জ্বর কিছুটা কমে আসে। কিন্তু মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আমার চাচার হঠাৎ মারা যান। চাচী মমতাজ বেগমও অসুস্থ ছিলেন। চাচা মারা যাওয়ার পর ভেঙে পড়েন তিনি। বিকেল সাড়ে পাঁচটার দিকে অজ্ঞান হয়ে চাচীও মারা যান।

কাজী মো. শফির গ্রামের বাড়ি বোয়ালখালীর বেঙ্গুরা গ্রামে। নগরীর জালালাবাদের কুলগাঁও এলাকায় বাড়ি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন তারা।

জাগরণ/এসকে