• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ১২:২৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৪, ২০২১, ১২:২৯ পিএম

সুন্দরবনে নৌকা ও বিপুল পরিমাণ মাছ জব্দ 

সুন্দরবনে নৌকা ও বিপুল পরিমাণ মাছ জব্দ 

মৎস্য আহরণের নিষিদ্ধ সময়ে মাছ ধরার সময় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারিয়া এলাকা থেকে বিপুল পরিমাণ মাছ ও একটি নৌকা জব্দ করেছে বন বিভাগ। 

বুধবার (৪ আগস্ট) ভোরে সহকারী বন সংরক্ষক এনামুল হকের নির্দেশে বন কর্মি মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে  ৩২০ কেজি চিংড়ি ও দুইটি ককসেট ২০ গছ পলিথিন ৫ টি প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়। তবে মৎস্য আহরণে থাকা জেলেদের আটক করতে পারেনি বনবিভাগ।

সুন্দরবন পূর্ব বিভাগের  (চাঁদপাই) রেঞ্জ কর্মকর্তা এনামুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, তিন মাস পাস পারমিট বন্ধ রয়েছে। নিষিদ্ধের সময় কেউ সুন্দরবনে অবৈধ ভাবে সুন্দরবনে প্রবেশ করতে না পারে এজন্য বনবিভাগ নিয়মিত টহল অব্যাহত রেখেছে। জব্দকৃত মাছগুলো কেরাসিন তেল দিয়ে মিশিয়ে মাটি চাপা দেওয়া হয় এবং নৌকা টিকে ভেঙে ফেলা হয়।

জাগরণ/এমআর