• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০১:০০ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৪, ২০২১, ০১:০০ পিএম

২২ জেলায় মৃত্যু ১২৭ 

২২ জেলায় মৃত্যু ১২৭ 

বৈশ্বিক মহামারি করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে একদিনেই দেশের ২২ জেলায় ১২৭ জন মারা গেছেন। 

এরমধ্যে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। ১৯ জনের মধ্যে খুলনার ৯ জন, যশোরে ৭ জন, কুষ্টিয়ার ৬, চুয়াডাঙ্গায় ৬, মাগুরা ও মেহেরপুরে ৩ জন করে এবং ঝিনাইদহে একজন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর ৬, নাটোরের ৪, নওগাঁর ৩ এবং চাঁপাইনবাবগঞ্জের একজন রয়েছেন।

এদিকে, ময়মনসিংহ বিভাগে মারা যাওয়া ২২ জনের মধ্যে ১০ জন করোনা ও ১২ জনের উপসর্গ ছিল। এদের মধ্যে ময়মনসিংহের ১৯ এবং নেত্রকোনার ৩ জন।

অন্যদিকে, বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের ৭, বরগুনায় ৪, ভোলায় ৪, ঝালকাঠি ও পিরোজপুরের ৩ জন করে এবং পটুয়াখালীর ২ জন রয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে ১৬, ফরিদপুরে ১৪ এবং টাঙ্গাইলে ৩ জনের মৃত্যু হয়েছে।

জাগরণ/এমআর