• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৯, ১২:০২ পিএম

বড়পুকুরিয়া কয়লা খনির প্রফিট বোনাস পায়নি ২৫৭ শ্রমিক

বড়পুকুরিয়া কয়লা খনির প্রফিট বোনাস পায়নি ২৫৭ শ্রমিক

 

বড়পুকুরিয়া কয়লা খনির ২৫৭ জন আউট সোর্সিং শ্রমিককে প্রফিট বোনাস দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়, দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনির ঠিকাদারী প্রতিষ্ঠান রোববার (১৩ জানুয়ারি) চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (এসএমসি অ্যান্ড এক্সএমসি)’র ৮৫৮ জন শ্রমিক ও বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডর (বিসিএমসিএল)’র ৩৩২ জন শ্রমিককে খনি কর্তৃপক্ষ প্রফিট বোনাস প্রদান করেছে। তবে খনির ২৫৭ আউট সোর্সিং শ্রমিক, ৭ মৃত পরিবার ও ৬ পঙ্গু পরিবারকে এই প্রফিট বোনাস প্রদান করা হয়নি। ফলে খনি শ্রমিকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।  

বড়পুকুরিয়া কয়লা খনি কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক আবু সুফিয়ান বলেন, আগে সব শ্রমিককে ১০ হাজার টাকা করে প্রফিট বোনাস প্রদান করা হয়। শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী সব শ্রমিককে ২০ হাজার টাকা করে প্রফিট বোনাস দেয়ার কথা থাকলেও ২৫৭ আউট সোর্সিং শ্রমিককে তা দেয়া হয়নি।
ফলে বঞ্চিত, নিহত ও পঙ্গু শ্রমিক পরিবারের মধ্যে দ্রুত প্রফিট বোনাসের টাকা প্রদান না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফজলুর রহমান প্রফিট বোনাস সম্পর্কে বলেন, যে শ্রমিকরা বোনাস পায়নি তাদেরকে খুব শীঘ্রই কোম্পানির পক্ষ থেকে প্রফিট বোনাস দেয়া হবে।

এসসি/