• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৫:১৫ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৫, ২০২১, ০৫:১৫ পিএম

খুলনা বিভাগে করোনামুক্ত হলেন লক্ষাধিক মানুষ

খুলনা বিভাগে করোনামুক্ত হলেন লক্ষাধিক মানুষ

খুলনা বিভাগে করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছে এক লাখের বেশি মানুষ। এছাড়া গত তিন মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বনিম্ন দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৪১ জনের। এর আগে গত ৭ জুন বিভাগে ২ জনের মৃত্যু হয়েছিল। 

রোববার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা ও যশোরে একজন করে মারা গেছে।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৯ হাজার ৭৩০ জনের শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩ হাজার ৩৬ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৩৪ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ১৩জন, সাতক্ষীরায় ৪জন, যশোরে ৩৫জন, ঝিনাইদহে ১৩জন, নড়াইলে ১১জন, মাগুরায় একজন, কুষ্টিয়ায় ২২জন, চুয়াডাঙ্গায় ১৭ জন ও মেহেরপুরে চারজনের করোনা শনাক্ত হয়েছে।