• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ১২:৫০ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২১, ১২:৫০ এএম

জোড়া ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায়

জোড়া ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায়
সংগৃহীত ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ এলাকায় পদ্মার দুটি ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনার মোহনায় দুই কেজি ওজনের দুটি ইলিশ ধরা পড়ে। পরে সেগুলো আড়াই হাজার টাকা কেজি দরে বিক্রি হয়। 

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ ইলিশ দুটি কিনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

এর আগে ভোরে গোবিন্দ হালদারের জালে ধরা পড়ে বিশাল আকৃতির ইলিশ দুটি। ওই জেলের থেকে দুই হাজার ৪০০ টাকা কেজি দরে শাজাহান শেখ কিনে নেন।

শুক্রবার ভোরে পদ্মা ও যমুনার মোহনায় কাইয়ুম নামে এক জেলের জালে ধরা পড়ে ১৪ কেজির একটি কাতলা মাছ। সেটি বিক্রি হয় এক হাজার ৪০০ টাকা কেজিতে। বশির নামে এক জেলের জালে ধরা পড়া ১১ কেজির একটি আইড় মাছ বিক্রি হয় দুই হাজার টাকা কেজি দরে।

মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, মাছগুলো কিনে তিনি সামান্য লাভে বিক্রি করেছেন।

জাগরণ/এসএসকে