• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৯:৪০ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৯:৪০ এএম

খুলেছে খুলনার পার্কগুলো 

খুলেছে খুলনার পার্কগুলো 
সংগৃহীত ছবি

দেড় বছর পর অবশেষে খুলছে খুলনা মহানগরীর পার্কগুলো। স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার থেকে খুলছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) কর্তৃক নিয়ন্ত্রিত এসব পার্ক।

এদিকে দীর্ঘদিন পর পার্কের তালা খোলায় খুদে থেকে বড় সবাই খুশি। একঘেয়েমি থেকে দূরে একটু খোলা আকাশ, একটু মুক্ত বাতাসের সন্ধান পেলো নগরবাসী। পার্ক খোলার পর সকালে প্রাত ভ্রমণে আসা মানুষ ছাড়া তেমন লোকজন হয়নি। তবে বিকেলে ভিড় বাড়বে আশা পার্ক সংশ্লিষ্টদের।

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার জানান, কেসিসি কর্তৃক নিয়ন্ত্রিত সাতটি পার্ক রয়েছে। যার মধ্যে লিনিয়ার পার্ক কয়েক দিন আগে খুলে দেওয়া হয়েছে। খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের ভেতরে কাজ করা হবে যার জন্য আপাতত বন্ধ থাকবে। এছাড়া বাকি হাদিস পার্ক, জাতিসংঘ শিশু পার্ক, সোলার পার্ক ও গোলকমনি পার্ক, নিরালা পার্ক ১৮ মাস পর বৃহস্পতিবার সকাল থেকে খুলে দেওয়া হয়েছে।

জাগরণ/এমআর