• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১, ১১:৩৮ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২১, ১১:৩৮ এএম

চট্টগ্রামে ড্রেনের পড়ে নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে ড্রেনের পড়ে নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

চট্টগ্রামে আগ্রাবাদ এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় ড্রেনের পানিতে পড়ে নিখোঁজ কলেজছাত্রী সেহেরীন মাহবুব সাদিয়ার মরদেহের খোঁজ মিলেছে। প্রায় ৫ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মরদেহের সন্ধান পান ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এক আত্মীয় সহ চশমা কিনে বাসায় ফেরার পথে আগ্রাবাদের মাজার গেট ও আগ্রাবাদ মোড়ের মাঝামাঝি এলাকায় ডায়মন্ড রেস্টুরেন্টের বিপরীত পাশের ড্রেনে পড়ে যান ১৯ বছর বয়সী সাদিয়া।

সে সময় নালায় ঝাঁপিয়ে পড়েও তাকে উদ্ধার করতে পারেননি স্বজনেরা।

স্থানীয়রাও ঘটনার পরপরই তাকে উদ্ধারের চেষ্টা শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও আসেন। কিন্তু নালার উপরে আবর্জনার স্তূপ জমে থাকায় এবং তার নিচ দিয়ে পানির স্রোত থাকায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

এর আগে ভারি বৃষ্টিতে বন্দরনগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হলে ২৫ অগাস্ট সকালে মুরাদপুর এলাকায় খালে পড়ে তলিয়ে যান সালেহ আহমদ নামের এক সবজি ব্যবসায়ী।

চলতি বছরের ৩০ জুন নগরীর ষোলশহর চশমা হিল এলাকাতেও এমন দুর্ঘটনা ঘটে। সেখানে একটি অটোরিকশা খালে পড়ে গেলে মারা যান চালক সুলতান (৩৫) ও যাত্রী খাদিজা বেগম (৬৫)। কয়েকদিন তল্লাশি চালিয়েও যার কোনও খোঁজ পাওয়া যায়নি।

জাগরণ/এমএ