• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ১০:২৭ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০২১, ১০:২৭ এএম

রাজবাড়ীতে ফের পদ্মার ভাঙ্গন

রাজবাড়ীতে ফের পদ্মার ভাঙ্গন
সংগৃহীত ছবি

পদ্মায় পানি বৃদ্ধির ফলে ফের তীব্র ভাঙন শুরু হয়েছে রাজবাড়ীতে।

বুধবার (২০ অক্টোবর) বিকেলে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলেই শহরের গোদার বাজার এলাকায় দেখা দেয় ভাঙন। মুহূর্তেই নদীগর্ভে বিলিন হয়েছে অন্তত ৫০ মিটার এলাকায় থাকা রাজবাড়ী শহর রক্ষা বাধের স্থায়ী পাইলিং।

এখনও মারাত্বক ঝুঁকিতে রয়েছে রাজবাড়ী শহর রক্ষা বাঁধ, বসতবাড়িসহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা।

এলাকাবাসী জানান, বুধবারের ভাঙনে পুনরায় আতঙ্কিত হয়ে পরেছেন তারা। এখন রাত জেগে পাহারা দেয়া ছাড়া আর উপায় নেই।

তারা অভিযোগ করে বলেন, বুধবার বিকেল থেকে ভাঙ্গন শুরু হলেও রাত পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কোন কর্মকর্তার দেখা পাননি তারা।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদ বলেন, পদ্মায় পানি বৃদ্ধির ফলে ফের ভাঙন দেখা দিয়েছে। শ্রমিক সঙ্কটের কারণে রাতে কাজ করা সম্ভব  হয় নি। সকাল থেকে ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে।

জাগরণ/এমএ