• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ১১:৫২ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২২, ২০২১, ১১:৫২ এএম

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৭

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৭
ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত সাত রোহিঙ্গা মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে আরও বেশ কয়েকজন। 

শুক্রবার (২২ অক্টোবর) মধ্যরাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৮ নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে এই সংঘর্ষ বাধে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মধ্যরাতে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল। ভোরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ১১ জনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো তিন জন। 

নিহতদের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- উখিয়ার বালুখালী-দুই ক্যাম্পের মো. ইদ্রিস , বালুখালী-এক ক্যাম্পের ইব্রাহীম হোসেন, ১৮ নং ক্যাম্পের এইচ ব্লকের আজিজুল হক ও মো. আমীন।

এ ঘটনায় অস্ত্র সহ মুজিবুর রহমান নামে এক রোহিঙ্গাকে আটক করে পুলিশ। তবে কেন এই সংঘর্ষ, তা জানাতে পারেনি ।

জাগরণ/এমএ