• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১, ০১:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৯, ২০২১, ০১:৫৪ পিএম

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের ৮ সদস্য গ্রেফতার

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের ৮ সদস্য গ্রেফতার
ছবি- জাগরণ।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের অভিযানে দালাল চক্রের আট সদস্যকে গ্রেফতার করা হয়েছে। 

আজ শুক্রবার বেলা ১২টায় কোতোয়াতালি থানার সম্মেলন কক্ষে এ বিষয়ে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।  

অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, দূর-দূরান্ত থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদেরকে জিম্মি করে বেশ কিছু দালাল চক্র তাদেরকে হয়রানী করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে আট জন দালাল চক্রের সদস্যকে আটক করে পুলিশ।

সরকারি হাসপাতালটি সেবা নিতে আসা বিভিন্ন রোগীকে ভুল বুঝিয়ে নানা রকম কৌশলে ও ভয়ভীতি দেখাত তারা। পরে আশে পাশে বেসরকারি ক্লিনিক ও ডায়গানস্টিক সেন্টারে নিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নিত। এছাড়া জোর করে রোগীদের প্রেসক্রিপশন নিয়ে পছন্দের ফার্মেসিতে নিয়ে চরামূল্য রেখে ক্ষতি করত। আটক আট ব্যক্তিদের সাথে কোনও ক্লিনিক মালিক জড়িত থাকলেও তাকে আইনের আওতায় আনা হবে বলেও জানান এই কর্মকর্তা। 

আটককৃত ব্যক্তিরা হলেন শাহিন শেখ, রাসেল শেখ, মো: জামাল প্রমানিক ওরফে নাসির, প্লাবন মোল্লা, কামরুজ্জামান ওরফে রাব্বি শেখ, নাহিদ মৃধা, শহিদুল বিশ্বাস ও রোমান হোসেন। এদের বাড়ি হাসপাতাল এরিয়ার আশে পাশে এলাকায়। 

এদিকে কোতোয়ালী থানার এসআই মাসুদ ফকির বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার আসামিদের আদালতে প্রেরণ করে।  

 

এসকেএইচ//