• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১, ১২:২৯ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৬, ২০২১, ১২:২৯ পিএম

মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
বাসের ধাক্কায় নিহত জিল্লুর রহমান। ছবি- জাগরণ।

মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় জিল্লুর রহমান (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে দশটার সময় গাংনী বাজারের উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিল্লুর রহমান জোড়পুকুরিয়া গ্রামের আবুছদ্দিনের ছেলে। সে পেশায় ভূষিমাল ও সবজি ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, জিল্লুর রহমান মোটরসাইকেল যোগে গাংনী বাজারে আসার পথে উত্তর পাড়া এলাকায় পৌঁছানোর পর মেহেরপুরগামী যাত্রীবাহী একটি বাস পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিডি দাশ জানান, জিল্লুর রহমানকে হাসপাতালে নেয়ার পূর্বেই  মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পরপরই যাত্রীবাহী বাসটি আটক করলেও স্থানীয় কয়েকজন বাস শ্রমিকের সহায়তায় মেহেরপুরে পালিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য: গত এক সপ্তাহে সড়ক দুর্ঘটনায় মেহেরপুরে ৬ জনের মৃত্যু হয়েছে।

 

এসকেএইচ//