• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ১০:০৭ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৭, ২০২১, ১০:০৭ এএম

টঙ্গীতে আগুনে ছারখার ৫ শতাধিক ঘর

টঙ্গীতে আগুনে ছারখার ৫ শতাধিক ঘর

গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে আগুনে পুড়ে গেছে পাঁচ শতাধিক ঘর।

শনিবার ( ২৭ নভেম্বর) ভোর আনুমানিক চারটার দিকে টঙ্গীর সেনা কল্যাণ ভবনের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে টঙ্গী সহ উত্তরা, কুর্মিটোলা ও পুর্বাচল ফায়ার সার্ভিসের মোট নয়টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিনমনি শর্মা জানান,প্রাথমিকভাবে জানা গেছে, বস্তির এক ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। বস্তির ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার ছিল। আগুনের তাপে সিলিন্ডারের রাবারের পাইপ গলে গ্যাস ছড়িয়ে পড়ে। ফলে মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ পায়।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ আগুন লাগলে সকলে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তবে আগুনের এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।