• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ০৪:০৯ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৯, ২০২১, ০৪:০৯ পিএম

নির্বাচনে হেরে ভোটারদের দেওয়া কম্বল কেড়ে নিলেন নারী মেম্বার

নির্বাচনে হেরে ভোটারদের দেওয়া কম্বল কেড়ে নিলেন নারী মেম্বার

টাঙ্গাইলের কালিহাতীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে যাওয়ার ক্ষোভে দুই বছর আগে ভোটারদের দেওয়া চারটি কম্বল কেড়ে নিয়েছেন এক নারী মেম্বার। অভিযুক্ত রমেছা খানম ঐ উপজেলার সহদেবপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার ছিলেন। রোববার তৃতীয় ধাপের নির্বাচনে জোসনা বেগমের কাছে পরাজিত হন তিনি। এরপরই নিজের দেওয়া কম্বল ভোটারদের কাছ থেকে কেড়ে নেন তিনি।
 
জানা গেছে, দুই বছর আগে শীতকালে সহদেবপুর ইউনিয়ন পরিষদের অনুদানের টাকায় আকুয়া গ্রামের মকবুল হোসেন, অনু মিয়া, সংকু, বংকুকে একটি করে কম্বল দেন রমেছা খানম। কম্বল প্রাপ্তরা বর্তমান নির্বাচনে বিজয়ী জোসনা বেগমের প্রতিবেশী। পরাজিত হওয়ার পর পরই ক্ষোভে তাদের কাছ থেকে কম্বলগুলো কেড়ে নেন রমেছা খানম।

ভুক্তভোগী মকবুল হোসেন বলেন, জোসনা বেগম আমাদের প্রতিবেশী হওয়ায় আমরা এবারের নির্বাচনে তার পক্ষে সমর্থন নেই। এ কারণে আমাদের প্রতি ক্ষুব্ধ হন রমেছা খানম। এরপর ভোটে পরাজিত হয়ে আমাদের কম্বলগুলো নিয়ে যান।

এ বিষয়ে অভিযুক্ত রমেছা খানম বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিরোধীরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো শুরু করেছে।

এমইউ