• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৭:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১১, ২০২২, ০৭:৩৮ পিএম

প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র, ল্যাপটপ ও স্পোর্টস হুইল চেয়ার বিতরণ

প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র, ল্যাপটপ ও স্পোর্টস হুইল চেয়ার বিতরণ
ছবি- জাগরণ।

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রধান অতিথি থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এছাড়াও তিনি এ সময় ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনকে একটি ল্যাপটপ ও ড্রিম ফর ডিসএবিলিটি ক্রিকেট টিমকে দুটি স্পোর্টস চেয়ার প্রদান করেন।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা হেদায়েতুল আজিজ মুন্নার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ মোঃ লোকমান হোসেন, আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহীন, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রাহ ও সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত। এ সময় বক্তারা, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল শ্রুতধারায় সংযুক্ত করতে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। 

 

এসকেএইচ//