• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ০৫:২৬ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২০, ২০২২, ১১:২৯ পিএম

হরিজন সম্প্রদায় পাবেন ৯২টি ফ্ল্যাট

হরিজন সম্প্রদায় পাবেন ৯২টি ফ্ল্যাট
ছবি- জাগরণ।

বরিশালে হরিজন সম্প্রদায়ের জন্য ৬ তলা বিশিষ্ট দুটি নতুন ভবন উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি, ২০২২) দুপুরে নগরীর কাউনিয়া এলাকার জানুকি সিংহ রোড সংলগ্ন সেবক কলোনীতে আনুষ্ঠানিকভাবে ভবনের উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

উদ্বোধন শেষে মেয়র লটারীর মাধ্যমে হরিজন সম্প্রদায়ের মাঝে ফ্ল্যাট হস্তান্তর করেন। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

মোট ১৪ কোটি ৫৪ লাখ ৯৫ হাজার ৮২২ টাকা ব্যয়ে দুটি ভবন নির্মাণ করে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। এতে মোট ৯২টি ফ্ল্যাট এবং একটি কমিউনিটি সেন্টার রয়েছে।

অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে অভ্যস্ত হরিজনদের আধুনিক মানের ফ্ল্যাট বরাদ্দ দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন মেয়র সাদিক আবদুল্লাহ।

তিনি বলেন, আগামীতে সিটি করপোরেশন ছাড়াও সরকারি অন্যান্য সংস্থায় নিয়োজিত সুইপারদেরও আধুনিক মানের ফ্ল্যাট দেয়া হবে।

 

এসকেএইচ//