• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৮, ০৮:৪৭ পিএম

ঢাকা শিশু হাসপাতালে নিউমোনিয়া দিবস পালন

ঢাকা শিশু হাসপাতালে নিউমোনিয়া দিবস পালন
ফাইল ফটো

ঢাকা শিশু হাসপাতাল এবং চাইল্ড হেল্থ রিচার্স ফাউন্ডেশন (সিএইচআরএফ) সহ অন্যান সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে নিউমোনিয়া দিবস পালন করা হয়েছে।

সোমবার (১২ নভেম্বর) সকাল ৭টায় শিশু হাসপাতাল চত্বর থেকে গণসচেতনতামূলক র‌্যালি বের হয়। এর নেতৃত্ব দেন শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. আবদুল আজিজ। এরপর দুপুর ১২টায় ঢাকা শিশু হাসপাতালের অডিটরিয়ামে সায়েন্টেফিক সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিচালক অধ্যাপক মো.আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পেডিয়েট্রিক এসোসিয়েশনের (বিপিএ) সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, সাধারণ সম্পাদক অধ্যাপক এমএকে আজাদ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ পেডিয়েট্রিক পালমনোলজি ফোরামের সভাপতি অধ্যাপক মো. আবিদ হোসেন মোল্লার সভাপতিত্বে সেমিনারে নিউমোনিয়ার চিকিৎসা বিষয়ে বক্তব্য রাখেন শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. প্রবীর কুমার সরকার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিশু হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক সমীর কুমার সাহা, আদ-দ্বীন মহিলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধাপক এআরএম লুৎফুল কবীর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রাক্তন প্রধান অধ্যাপক এম এখলাসুর রহমান।

সোমবার (১২ নভেম্বর) শিশু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা আবদুল হাকিমের পাঠানো বার্তায় এসব তথ্য জানানো হয়।

আরএস/এসসি