• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ২০, ২০২২, ১২:১৫ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২০, ২০২২, ০৬:১৭ পিএম

পাহাড়ী পাড়ায় বাজার প্রতিষ্ঠা

পাহাড়ী পাড়ায় বাজার প্রতিষ্ঠা
বাজার উদ্বোধনকালে বিজিবি কাপ্তাই ব্যাটালিয়ানের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সাব্বির আহমেদ। ছবি- জাগরণ।


মঙ্গলবার (১৯ জুলাই, ২০২২) লেঃ কর্ণেল সাব্বির আহমেদ প্যারাছড়া গ্রামের একটি বাজার ঘর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামের সকল বয়সী নারী-পুরুষ ও শিশুসহ স্বতস্ফুর্তভাবে সবাই অংশগ্রহণ করেন। গ্রামবাসীরা কৃতজ্ঞতা স্বরূপ বাজারটির নাম দিয়েছে সিও’র বাজার ।

শেষবার ক্যাম্প পরিদর্শনের সময় স্থানীয় জনসাধারণের সাথে আলাপকালে কাপ্তাই ব্যাটালিয়ন অধিনায়ক বাজার প্রতিষ্টায় তাদের সবধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। তার-ই পরিপ্রেক্ষিতে বাজারটি প্রতিষ্ঠার উদ্বোধন করা হলো। 

উল্লেখ্য, কাপ্তাই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় প্যারাছড়া বিওপি সংলগ্ন প্যারাছড়া গ্রামটি সীমান্তবর্তী একটি পাহাড়ী গ্রাম। রাঙ্গামাটি  থেকে প্রায় ২-৩ দিন নৌকা ও হাঁটা পথের দূরত্বে অবস্থিত এই গ্রাম এবং এর আসে পাসের পাঁচটি পাড়ার অধিবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল গ্রামে একটি বাজার প্রতিষ্টার; যাতে করে তাদের জীবন যাত্রা আরও সহজ হয়। 

 

এসকেএইচ//