• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০১৯, ০৮:৩৯ পিএম

বরিশালে ৪ ইটভাটাকে জরিমানা

বরিশালে ৪ ইটভাটাকে জরিমানা

 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪টি ইটভাটায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

এসময় উপজেলার শিয়ালঘূণী এলাকার শাহজাহান হাওলাদারের মালিকানাধীন মেসার্স এসএসবি ব্রিকসকে এক লাখ ৫০ হাজার টাকা, ফরিদপুর এলাকার মো. শহিদুল ইসলাম মৃধার মালিকানাধীন মেসার্স আম্বিয়া ব্রিকসকে ১ লাখ টাকা, কলসকাঠীর দিয়াতলী এলাকার শমসের হাওলাদারের মালিকানাধীন মেসার্স রাজা ব্রিকস-১ এ ৫০ হাজার টাকা ও একই এলাকার হাসান ইমামের মালিকানাধীন মেসার্স রাজা ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার শিয়ালঘূনী, ফরিদপুর ও কলসকাঠির দিয়াতলী এলাকায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি ভৌমিক।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ.এইচ.এম রাসেদ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইট উৎপাদন করা ও জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট পোড়ানোর অপরাধে ইট ভাটাগুলোকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

খ.তা/