• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০১৯, ০৪:২২ পিএম

কুমিল্লা মহানগরীতে বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কুমিল্লা মহানগরীতে বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

 

কুমিল্লা মহানগরীতে দোয়েল সুপার পরিবহন বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সাহেব আলী (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন যাত্রী। বর্তমানে তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

নিহত সাহেব আলী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের কিছমত গ্রামের মৃত. নছর উদ্দিনের ছেলে। তিনি কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে পিয়ন পদে কর্মরত ছিলেন। আহতদের পরিচয় পাওয়া যায়নি। তারা সবাই সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী।

বুধবার (৬ ফ্রেবুয়ারি) সকাল ১০টার দিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের কচুয়া চৌমুহনীর সামনে এ দুঘর্টনা ঘটে।  

সদর দক্ষিণ থানার ইন্সপেক্টর (তদন্ত) কমল কৃষ্ণ ধর ও কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজিজুল ইসলাম জানান, কচুয়া চৌমুহনী নামক স্থানে কান্দিরপাড়গামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বরুড়া উপজেলার ভাতেশ্বরগামী একটি দোয়েল সুপার পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।  

এসসি/