• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০১৯, ০৪:৪৩ পিএম

বরিশালে ৪ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

বরিশালে ৪ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

 

বরিশাল বাবুগঞ্জ উপজেলার ৪টি অবৈধ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এসময় জরিমানা আদায়সহ অবৈধভাবে তৈরি করা বিপুল সংখ্যক ইট পানি দিয়ে গলিয়ে নষ্ট করা হয়।

এরমধ্যে বাবুগঞ্জের দোয়ারিকা এলাকার মেসার্স ফাইন ব্রিকস এর মালিক মো. আব্বাস উদ্দিনকে ২ লাখ টাকা, একই এলাকার মেসার্স মাস্টার ব্রিকস এর ম্যানেজার আনোয়ার হোসেনকে এক লাখ টাকা, মেসার্স সালাম ব্রিকস এর ম্যানেজার মোঃ আনিসুর রহমানকে দুই লাখ টাকা ও মেসার্স আকন ব্রিকস এর প্রোপাইটর মো. মিল্টন আকনকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব-৮ এর এএসপি মুকুর চাকমার নেতৃত্বাধীন র‌্যাবের একটি টিম ও বরিশাল সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

 

সাইসে