• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১১, ২০১৯, ০২:১৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৩, ২০১৯, ০৯:২৭ পিএম

ফতুলায় মারা গেল দগ্ধ আরো এক শিশু

ফতুলায় মারা গেল দগ্ধ আরো এক শিশু
ঢাকা মেডিকেল বার্নইউনিট

নারায়ণগঞ্জ ফতুলার গিরিধারা আবাসিক এলাকায় গ্যাস লাইন লিকেজের আগুনে দগ্ধ রাফি (১১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরের ৯৮ শতাংশ ঝলসে গিয়েছিল।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঢাকা মেডিকেল পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া শিশু রাফির মৃত্যু বিয়ষটি নিশ্চিত করেন। 

গত ৬ এপ্রিল রাত সারে ৮টার দিকে গিনিধারা আবাসিক এলাকায় বাসার ভিতরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় তার মা ফাতেমা সহ তার তিন শিশু সন্তান দগ্ধ হয়েছিল। আজ মারা গেলো রাফি। এর আগে তার মা ফাতেমা ও তার আরেক ভাই সাফওয়ান (৫) এর মৃত্যু হয়েছে। ফারিয়া (৯) নামে আরেক শিশু ৯০ শতাংশ পোড়া নিয়ে ঢাকা মেডিকেল বার্নইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকের পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এইচ এম/টিএফ