• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০১৯, ০৮:৪২ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৯, ২০১৯, ০৮:৪২ এএম

মোহাম্মদপুরের বসিলায় ‍‍`জঙ্গি আস্তানা‍‍` ঘেরাও, আটক ২ 

মোহাম্মদপুরের বসিলায় ‍‍`জঙ্গি আস্তানা‍‍` ঘেরাও, আটক ২ 

 

রাজধানীর মোহাম্মদপুরের বসিলার মেট্রো হাউজিংয়ে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখে অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি দল। জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত বাড়ির কেয়ারটেকারসহ ২ জনকে আটক করা হয়েছে।

বাড়ির ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ঘটনাস্থলে বোম ডিস্পোজাল টিম ও কমান্ডো টিম পৌঁছেছে। আশেপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে। 

জঙ্গি আস্তানা সন্দেহে যে বাড়িটি ঘিরে রাখা হয়েছে সেটি টিনশেড বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বাড়িটিতে একাধিক জঙ্গি থাকার আশঙ্কা করা হচ্ছে। র‌্যাব তাদের জীবিত ধরার চেষ্টা করছে। 

সোমবার (২৯ এপ্রিল) সকালে ঘটনাস্থলে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর প্রধান মুফতি মাহমুদ খান।
তিনি বলেন, ভেতরে কয়জন আছে নিশ্চিত নয়।  

তিনি বলেন, রাত ৩টা থেকে ভোর পৌনে ৫টা পর্যন্ত অপেক্ষা করা হয়। হ্যান্ড মাইকেও ভেতরে থাকা মানুষদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে। ওখানে একাধিক জঙ্গি থাকার আশঙ্কা করা হচ্ছে। ভোর ৫টার দিকে বড় বিস্ফোরণ হয়েছে। এরপর আর কোনো আওয়াজ সাড়া শব্দ মেলেনি। 

আরআইএস