• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০১৯, ১২:১৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৯, ২০১৯, ০৭:০৩ পিএম

জঙ্গিবাদকে কঠোর হস্তে দমন করা হবে: বেনজীর আহমেদ 

জঙ্গিবাদকে কঠোর হস্তে দমন করা হবে: বেনজীর আহমেদ 
বসিলায় জঙ্গি আস্তানায় অভিযানস্থলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ- ছবি: কাশেম হারুন

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, যারা ইসলামের নামে জঙ্গি তৎপরতা চালাচ্ছে তাদের কঠোর হস্তে দমন করা হবে। তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানে অন্তত ২ জন নিহত হয়েছে। এরা নিঃসন্দেহে জঙ্গি ছিল। এবং তাদের কব্জা করতে অন্তত দেড়শ’ রাউন্ড গুলি চালাতে হয়েছে।

মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানায় অভিযানে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা; ছবি- কাশেম হারুন

প্রায় ৫ ঘণ্টার অভিযান শেষে এসব কথা বলেন র‌্যাবের মহাপরিচালক। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে ঘটনাস্থলে দাঁড়িয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন তিনি।

অভিযানকালে টিনশেড বাড়িটির ভিতরে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটে। ধারণা করা হয়েছে সেটি আত্মঘাতি বিস্ফোরণ ছিল।

বসিলার এই বাড়িতেই ছিলো জঙ্গি আস্তানা। বোমা বিস্ফোরণের পর সেখানে আগুন জ্বলছে; ছবি- কাশেম হারুন

র‌্যাবের মহাপরিচালক বলেন, অভিযানের পর বোম ডিসপোজাল ইউনিট ভেতরে ঢুকে ছিন্নভিন্ন দেহ দেখতে পায়। ভেতরে কতজন নিহত সঠিক বলা যাচ্ছে না। কারণ বিস্ফোরণে সব লণ্ডভণ্ড হয়ে গেছে। তিনটা পায়ের নমুনা দেখা গেছে। সেই হিসেবে ধারণা করা হচ্ছে অন্তত ২ জন নিহত হয়েছেন। বোম্ব ডিসপোজাল ইউনিট বাসাটিতে তল্লাশি চালাচ্ছে, পরিস্কার করতে সময় লাগবে।

জেড এইচ/টিএফ