• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ৮, ২০১৯, ০৭:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ৮, ২০১৯, ০৭:৪৬ পিএম

ডিএসসিসির ভেজাল বিরোধী অভিযান

জরিমানা আদায় প্রায় দুই লাখ টাকা

জরিমানা আদায় প্রায় দুই লাখ টাকা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে চলমান খাদ্যে ভেজাল বিরোধী এবং দ্রব্যমূল্য যাচাই অভিযানের ১ম দিনে আজ (বুধবার ৮ মে) ৫টি অঞ্চল হতে পরিচালিত অভিযানে মোট এক লক্ষ আটানব্বই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে সেগুনবাগিচা, কাকরাইল এবং বড় মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট হতে  এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়, অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদ রানার নেতৃত্বে শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে ১টি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা এবং ৪টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মুনিরুজ্জামান এর নেতৃত্বে হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে পনের হাজার টাকা জরিমানা করা হয়, অঞ্চল-৪ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট  উদয়ন দেওয়ান এর নেতৃত্বে কাজী আলাউদ্দিন রোড, টিপু সুলতান রোডে অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানের নিকট হতে তের হাজার টাকা জরিমানা এবং অঞ্চল-৫ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামছুল হকের নেতৃত্বে সায়েদাবাদ বাস ষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানের নিকট হতে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

টিএইচ/এসজেড