• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৪, ২০১৯, ১২:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৪, ২০১৯, ০৬:৫১ পিএম

রুহুল আমিন হাওলাদারকে দুদকে তলব

রুহুল আমিন হাওলাদারকে দুদকে তলব
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার

দুর্নীতির অভিযোগে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে আগামী ২০ মে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।

মঙ্গলবার (১৪ মে) সকালে দুদকের উপ-পরিচালক সৈয়দ আহমদ তাকে তলবি নোটিশ পাঠিয়েছেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রনব কুমার ভট্টাচার্য জানান, এর আগে গত ৩ এপ্রিল কমিশনে তার হাজির হওয়ার কথা থাকলে রুহুল আমিন হাওলাদার হাইকোর্টে একটি রিট করেন। সেই রিটে হাইকোর্ট কমিশনের (দুদক) দেয়া নোটিশের কার্যকারিতা ৪ সপ্তাহের জন্য স্থগিত করে। ফলে, বৃহস্পতিবার (৪ এপ্রিল) তাকে দুদকে হাজির হতে হয়নি। ১ মাস অতিবাহিত হওয়ার পর হাওলাদারকে আবার দুদকে তলব করা হলো।

জেড এইচ/টিএফ