• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৪, ২০১৯, ০৪:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৪, ২০১৯, ০৪:৪৭ পিএম

ঘুষসহ হাতে নাতে গ্রেপ্তার সমবায় কর্মকর্তা

ঘুষসহ হাতে নাতে গ্রেপ্তার সমবায় কর্মকর্তা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্র নাথ দাসকে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সমবায় সমিতি নিবন্ধনের জন্য ঘুষের টাকা নেয়ার সময় আজ মঙ্গলবার দুপুরে তাকে তার নিজ কার্যালয় থেকে দুদক গ্রেপ্তার করেছে। এ তথ্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। তিনি জানান, ঘুষের আট হাজার টাকা গ্রহণের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

দুদক জানায়, সরমংলা একতা মৎস্য চাষী সমবায় সমিতির নিবন্ধনের জন্য গত ১৩ মার্চ আব্দুল বাতেন নামে স্থানীয় এক ব্যক্তি আবেদন করেন। কিন্তু ওই সমিতি নিবন্ধনের জন্য উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্র নাথ ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। নিরুপায় হয়ে আব্দুল বাতেন ঘুষ প্রদানের রাজি হন। ইতিমধ্য ঘুষের সাত হাজার টাকা নৃপেন্দ্র গ্রহণও করেন। এরপর আব্দুল বাতেন ঘটনাটি দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ে অভিযোগ করেন। পরে দুদক ওই কর্মকর্তাকে  গ্রেপ্তারের জন্য প্রস্তুতি নেয়। আজ মঙ্গলবার নিজ কার্যালয়ে ঘুষের বাকি টাকা গ্রহণের সময় তাকে গ্রেপ্তার করে দুদকের ওই দলটি।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলমের নেতৃত্বে আট সদস্যের একটি দল এই অভিযান চালায়। উপপরিচালক জাহাঙ্গীর আলমসহ সাত সদস্য অভিযানে অংশ নেয়।

এইচএম/এসজেড