• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৯, ২০১৯, ০৭:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৯, ২০১৯, ০৭:৫৬ পিএম

রাজধানীতে ৪৮ লাখ টাকার জাল নোট উদ্ধার

রাজধানীতে ৪৮ লাখ টাকার জাল নোট উদ্ধার

 

রাজধানীর ভাষানটেক থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (১৯ মে) বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান বলেন, শনিবার (১৮ মে) রাতে রাজধানীর ভাষানটেক এলাকার লালাসরাই বস্তির হাজী সোবহান রোড এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে নুরুল হক সরদার, রুবেল ও জহিরুল ইসলাম ওরফে খোকন ওরফে বিশুকে গ্রেপ্তার করে ডিবি (পশ্চিম) বিভাগের একটি দল। ঈদকে সামনে রেখে আটককৃতরা জাল টাকা তৈরি করছিল।

গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেফতারকৃত নুরুল হক সরদার, রুবেল ও জহিরুল ইসলাম ওরফে খোকন ওরফে বিশুকে আজ রোববার দুপুরে আদালতে হাজির করে রিমান্ডে আনা হয়েছে। তাদের কাছ থেকে ৪৮ লাখ ৫০ হাজার টাকার নোট এবং জাল নোট তৈরির কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ১টি প্রিন্টার, ২টি চার্জার, ১টি স্টিলের স্কেল, ১টি পেপার কাটার ও অন্য মালামাল জব্দ করা হয়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

এইচ এম/এসজেড