• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২২, ২০১৯, ০৭:২৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২২, ২০১৯, ০৭:২৫ পিএম

স্বর্ণসহ কাতার এয়ারওয়েজের কর্মী গ্রেফতার

স্বর্ণসহ কাতার এয়ারওয়েজের কর্মী গ্রেফতার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-ফাইল ছবি

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের ট্রাফিক সহকারী সুইম খানকে স্বর্ণসহ গ্রেফতার করা হয়েছে। তার দেহ তল্লাশী করে ৩০ তোলা সোনা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা। 

শনিবার (২২ জুন) সকালে তাকে গ্রেফতার করে কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম। এ বিষয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

কাতার এয়ারওয়েজের ট্রাফিক সহকারী সুইম খান

কাস্টম হাউসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় টহলকালে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সুইম খানকে সোনাসহ গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা সিগারেটের প্যাকেটের মধ্যে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩০ তোলা সোনা উদ্ধার করা হয়। এসব সোনার আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা। পরে পরিচয়পত্র দেখে জানা যায়, সুইম খান কাতার এয়ারওয়েজের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।’’ 

এইচএম/এসএমএম