• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৩, ২০১৯, ০৪:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৩, ২০১৯, ০৪:৫৭ পিএম

বিমানকে লাভজনক করতে কাজ করছে মন্ত্রণালয় : বিমান প্রতিমন্ত্রী 

বিমানকে লাভজনক করতে কাজ করছে মন্ত্রণালয় : বিমান প্রতিমন্ত্রী 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী -ফাইল ছবি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বিমানের লোকসান কমিয়ে আনার পাশাপাশি দুর্নীতি বন্ধে তার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। 

আজ রোববার (২৩ জুন) বিকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন সংস্থা সমূহের ২০১৯-২০২০ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, চুক্তি স্বাক্ষর মানেই হচ্ছে বছরের কর্মসম্পাদনের তাগিদ সৃষ্টি করা। কাজের একটি তালিকা তৈরি করে এগিয়ে যাওয়া। আমি চেষ্টা করবো আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার।

অনুষ্ঠানে সিভিল এভিয়েশন, পর্যটন করপোরেশন, হোটেল ইন্টারনইন্টারন্যাশনাল, বাংলাদেশ সার্ভিস লিমিটেড, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর সঙ্গে মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করের স্ব-স্ব প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা। মন্ত্রণালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সচিব মো. মহিবুল হক।

এমএএম / একেএস