• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৮, ০৫:৫২ পিএম

বগুড়ায় অর্থ আত্মসাতের অভিযোগে নির্বাচনি প্রার্থী গ্রেফতার

বগুড়ায় অর্থ আত্মসাতের অভিযোগে নির্বাচনি প্রার্থী গ্রেফতার

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মনোনীত প্রার্থী আব্দুল কাদের জিলানীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে তার গ্রামের বাড়ি থেকে  তাকে গ্রেফতার করা হয়। তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়া  গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গ্রেফতার আব্দুল কাদের জিলানী একজন আদম ব্যবসায়ী ছিলেন। বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে তার  বিরুদ্ধে ২০০৫ সালে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। সে মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ঘটনার পর থেকেই আব্দুল কাদের জিলানী পলাতক ছিলেন। তবে নির্বাচনে প্রার্থী হয়ে তিনি এলাকায় আসেন। মনোনয়নপত্র জমা দেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেই গ্রেফতারি পরোয়ানামূলে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এসসি/বিএস