• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৭, ২০১৯, ০৫:০৯ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৭, ২০১৯, ০৫:০৯ পিএম

শাহজালালে সোয়া ৩ কেজি স্বর্ণসহ চীনা নাগরিক আটক 

শাহজালালে সোয়া ৩ কেজি স্বর্ণসহ চীনা নাগরিক আটক 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮টি স্বর্ণেরবারসহ (সোয়া কেজি) এক চীনা নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা। 

রোববার (০৭ জুলাই) বেলা ১১টায় দুবাই থেকে ইকে-৫৮২ ফ্লাইটযোগে আসা জিয়ান জু নামে ওই চীনা নাগরিকের কাছ থেকে সোয়া তিন কেজি স্বর্ণ জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা দল জানতে পারে ইকে-৫৮২ বিমানে আসা যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে। এমন খবরে কাস্টমস গোয়েন্দা দল ওই ফ্লাইটে আসা যাত্রীদের নজরদারি শুরু করে। এক পর্যায়ে যাত্রীকে শনাক্ত করা হয়। ওই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার কাছে স্বর্ণ আছে কি-না জানতে চাওয়া হয়। প্রথমে তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে দেহ তল্লাশি করে কোনো কিছু না পেয়ে তার ল্যাগেজ স্ক্যানিং করে ধাতব বস্তুর অস্তিত্ব পাওয়া যায়।
 
তার ল্যাগেজ ব্যাগেজ কাউন্টারে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হলে তিনটি চার্জার লাইটের ভেতর থেকে ২৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন সোয়া তিন কেজি। জব্দকৃত স্বর্ণের মূল্য এক কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 

এইচ এম/বিএস 
 

আরও পড়ুন