• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৩, ২০১৯, ০৯:০১ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৩, ২০১৯, ০৯:৫৮ এএম

ঘুষ কেলেঙ্কারি

বরখাস্ত দুদক পরিচালক এনামুল গ্রেফতার

বরখাস্ত দুদক পরিচালক এনামুল গ্রেফতার
বরখাস্ত হওয়া ডিআইজি মিজান ও দুদক পরিচালক এনামুল বাছির


ঘুষ নেয়ায় বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরকে রাজধানীর মিরপুরের দারুস সালামের একটি বাসা থেকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর রাতেই তাকে রমনা থানায় নিয়ে আসা হয়।  

খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে পুলিশের ডিআইজি (বরখাস্ত) মিজানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ ওঠে। দুদকের তদন্তে ঘুষ নেযার বিষয়টি প্রমাণ হওয়ার পর দুদক চলতি বছরের ১৬ জুলাই তার বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপর এনামুল বাছিরকে গ্রেফতারে অভিযান চালায় দুদক। গতকাল সোমবার রাত ১০টার দিকে তাকে দারুস সালামে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। রাত সাড়ে ১১টার দিকে তাকে রমনা থানায় নিয়ে আসা হয়।
 
এমএএম/আরআই

আরও পড়ুন