• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ২৬, ২০১৯, ০৯:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৬, ২০১৯, ০৯:৪৮ পিএম

বেনাপোলে ৪৫ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোলে ৪৫ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১
স্বর্ণের বারসহ আটক ইজিবাইক চালক কামাল হোসেন - ছবি : জাগরণ

ভারতে পাচারকালে যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪৫ লাখ টাকা মূল্যের এক কেজি ওজনের একটি স্বর্ণের বারসহ কামাল হোসেন (৪০) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ইজিবাইক রিকশা জব্দ করা হয়।

শুক্রবার (২৬ জুলাই) সকালে বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক কামাল হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে। তিনি ইজিবাইক চালক।

যশোর ৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার আব্দুল মালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল-দৌলতপুর সড়কের গাতিপাড়া নামক চেকপোস্ট থেকে ইজিবাইক চালক কামালকে আটক করা হয়। পরে তার ইজিবাইকের ক্যাশবক্সের মধ্যে পুরাতন কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় রাখা এক কেজি ওজনের স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

কামাল এই স্বর্ণ বেনাপোল বাজার থেকে দৌলতপুর সীমান্তে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। উদ্ধারকৃত স্বর্ণ ও ইজিবাইকের মূল্য ৪৫ লাখ ২০ হাজার টাকা বলে তিনি জানান। তবে স্বর্ণের প্রকৃত মালিক কে তা জানা যায়নি। আটককৃত আসামি কামালকে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আব্দুল মালেক।

এনআই

আরও পড়ুন