• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ৩০, ২০১৯, ১১:০৬ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩০, ২০১৯, ১১:০৬ এএম

বিমানের সাবেক এমডি মোসাদ্দেক দুদকে, জিজ্ঞাসাবাদ চলছে

বিমানের সাবেক এমডি মোসাদ্দেক দুদকে, জিজ্ঞাসাবাদ চলছে
বাংলাদেশ বিমানের সাবেক এমডি ও সিইও এ এম মোসাদ্দেক আহমেদ


নিয়োগ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বিমানের সাবেক এমডি ও সিইও এ এম মোসাদ্দেক আহমেদ দুদকের তলবে সাড়া দিয়েছেন। 

মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে তিনি সেগুনবাগিচার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে এসেছেন। এখন দুদকের সহকারী পরিচালক (তদন্ত কর্মকর্তা) মো. সাইফুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মোসাদ্দেক আহমেদের বিরুদ্ধে অনিয়ম, ঘুষ ও দুর্নীতির একটি অভিযোগ দুদকে আসার পর যাচাই-বাছাই শেষে দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ বিভাগ অনুসন্ধান চালিয়ে অভিযোগের সত্যতা পায়। পরে সুষ্ঠু অনুসন্ধানের লক্ষ্যে দুদক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান ছয় পরিচালক, সাবেক এমডিসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। এর মধ্যে তিন পরিচালককে গত ২৮ জুলাই ও পরের দিন ২৯ জুলাই আরও তিন পরিচালককে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ধারাবাহিকতায় আজ বিমানের সাবেক এমডি ও সিইও এ এম মোসাদ্দেক আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এইচএস/আরআই

আরও পড়ুন