• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৮, ০৫:৩২ পিএম

‘হলি আর্টিজানের কারণে বড় প্রকল্প বাস্তবায়নে ধীরগতি’

‘হলি আর্টিজানের কারণে বড় প্রকল্প বাস্তবায়নে ধীরগতি’
বক্তব্য রাখছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল; ছবি- দৈনিক জাগরণ

 

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার কারণে বড় প্রকল্প বাস্তবায়নে ধীরগতি দেখা দিয়েছে বলে জানালেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার (৯ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে বিষয়টি নিয়ে মুখ খোলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এক গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘হলি আর্টিজানের ঘটনার কারণে বিদেশের কোনো কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে আমরা দেড় থেকে দুই বছরের মতো কোনো সেবা পাইনি। এ কারণে আমাদের বড় প্রকল্পগুলোর বাস্তবায়নে ধীরগতি দেখা দেয়।

'হলি আর্টিজানের কারণে আমরা প্রায় দুই বছর পিছিয়ে পড়েছি' বলেও এ সময় উল্লেখ করেন পরিকল্পনামন্ত্রী। 

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাতে জঙ্গিরা রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে ২০ জন দেশি-বিদেশি নাগরিককে নৃশংসভাবে হত্যা করে। তাৎক্ষণিক অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের বোমায় নিহত হন পুলিশের দু'জন কর্মকর্তা। পরদিন সকালে জিম্মি উদ্ধার অভিযানে পাঁচ জঙ্গির সঙ্গে ওই রেস্তোরাঁর বাবুর্চি সাইফুল ইসলাম চৌকিদার নিহত হন। রেস্তোরাঁর ভেতর থেকে আটক আরেক কর্মী জাকির হোসেন পরে হাসপাতালে মারা যান। 

ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস (ইসলামিক স্টেট) হলি আর্টিজানে হামলার দায় স্বীকার করলেও বাংলাদেশ পুলিশ তা নাকচ করে দেয়।

রোববার সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, যেকোনো নতুন সরকারেরই কাজ হচ্ছে এর আগের সরকার কাজগুলো যেখানে রেখে গেছে, সেখান থেকে শুরু করা।

আ হ ম মুস্তফা কামাল বলেন, এর মধ্যে বড় প্রকল্পগুলোর সম্পূর্ণ বাস্তবায়ন হলে ভালো হতো। এ সময় মন্ত্রী উন্নয়ন প্রকল্পের স্বার্থে সরকারের ধারাবাহিকতা রক্ষা প্রয়োজন বলেও মন্তব্য করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, এখন আমাদের আর কোনো পিছুটান নেই। কারণ আমরা প্রকল্প শুরু করলেই কাজ চলছে। সেটি থেমে থাকছে না। কারণ আমরা বিদেশি অর্থায়নের ওপর নির্ভরশীল নই। 

মন্ত্রী জানান, গত ১০ বছরে এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) বাস্তবায়ন ৮ গুণ বৃদ্ধি পেয়েছে। ২০০৭-০৮ অর্থবছরের পুরো বছরজুড়ে ১৮ হাজার ৪৫৫ কোটি টাকার এডিপি বাস্তবায়ন হয়েছে। অথচ গত অর্থবছরে (২০১৭-১৮) এক লাখ ৪৭ হাজার ৭০৩ কোটি টাকার এডিপি বাস্তবায়ন হয়েছে।

পরিকল্পনামন্ত্রী আরও জানান, আগে পুরো বছরজুড়ে যে এডিপি বাস্তবায়িত হতো, এখন সেটা আড়াই মাসেই সম্ভব হচ্ছে।

২০৩০ সালে দেশে একজন দরিদ্রও থাকবে না বলে মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

কেএ/আরআই