• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৯, ০৭:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৯, ২০১৯, ০৭:৪৩ পিএম

সওজের সাবেক প্রধান প্রকৌশলী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সওজের সাবেক প্রধান প্রকৌশলী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতির মাধ্যমে পৌনে চার কোটি টাকা অর্জন করে স্ত্রীর নামে সম্পদ গড়ার অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম রাজ খান ও তার স্ত্রী ফিরোজা খানমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৯ আগস্ট) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ কমিশনের উপ পরিচালক মোশারফ হোসেইন মৃধা বাদি হয়ে মামলাটি করেন বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, আসামি মফিজুল ইসলাম রাজ খান চাকরিকালীন তিন কোটি ৭০ লাখ ৬৪১ টাকা দুর্নীতির মাধ্যমে অর্জন করে তার স্ত্রীর নামে সম্পদ ক্রয় করেছেন। ওই সম্পদের মধ্যে আসামিরা ৮৭ লাখ ৯১ হাজার ৪৬৯ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। দুদকের অনুসন্ধানে যা জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলায় দুদক আইন-২০০৪ এর ২৬(২) ও ২৭(১) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এইচএস/বিএস