• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ৩০, ২০১৯, ০৩:১২ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩০, ২০১৯, ০৩:১২ পিএম

শাহজালালে অর্ধকোটি টাকার মোবাইল ফোন ও সিগারেট জব্দ

শাহজালালে অর্ধকোটি টাকার মোবাইল ফোন ও সিগারেট জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭৪ কার্টন আমদানি নিষিদ্ধ সিগারেট, ৯৬ পিস মোবাইল ফোন ও ৪টি ল্যাপটপ জব্দ করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। এ ঘটনায় আবুল কাশেম (৩৯) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। জব্দকৃত পণ্যের বর্তমান বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে পুলিশ ধারণ করছে।  

আজ শুক্রবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা আবুল কাশেম (৩৯) নামে ওই যাত্রীকে আটক করা হয়। তার বাড়ি ফেনি জেলার ফুলগাজী থানাধীন মনিপুর (আমজাহাট) গ্রামে। তার পিতার নাম মোহাম্মদ আব্দুল কাদের।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন জানান, কুয়েত এয়ারের একটি ফ্লাইটে (কেইউ ২৮৫) ঢাকায় আসেন আবুল কাশেম। আটকের পর তিনি এই সিগারেট দুবাই থেকে এনেছেন বলে স্বীকার করেছেন। সিগারেটগুলো ইজি স্পেশাল গোল্ড, ইজি স্পেশাল লাইট ও ৩০৩ এস এস ব্রাউন ব্র্যান্ডের। আটক মোবাইল ফোনগুলো শাওমির বিভিন্ন মডেলের। এগুলোর আনুমানিক মূল্য ৪৩ লাখ টাকারও বেশি হবে। আটক আবুল কাশেমের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান বিরোধী ধারায় মামলা দায়ের হচ্ছে।  

এইচ এম/ এফসি

আরও পড়ুন