• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০১৯, ০২:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৯, ২০১৯, ০৩:০৩ পিএম

মোবাইল ফোন, ওষুধসহ শাহজালালে কোটি টাকার পণ্য জব্দ

মোবাইল ফোন, ওষুধসহ শাহজালালে কোটি টাকার পণ্য জব্দ

হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও ওষুধসহ প্রায় কোটি টাকার পণ্য জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস।

গতকাল রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বিমানবন্দরের অভিযোগ ডেস্কের সামন থেকে এসব পণ্য জব্দ করা হয়। 

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার এথেলা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টম হাউজ জানায়, বিপুল পরিমাণ সিগারেট, মোবাইল ফোন ও ওষুধসহ বিভিন্ন শুল্ক আরোপযোগ্য পণ্য পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন জায়গায় নজরদারি ও তল্লাশি করে ডেস্কের সামন থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০টি কার্টন পাওয়া যায়। এসব কার্টন খুলে বেনসন অ্যান্ড হেজেজ ও ইজি ব্র্যান্ডের ৫৭০ কার্টন সিগারেট, বিভিন্ন ব্র্যান্ডের ৫১টি মোবাইল, ৬৬ পিস থ্রিপিস, ৩৫০ পিস টুপিস, ২০ পিস ওয়ান পিস, ৫টি ল্যাপটপ, ১৮ কেজি মেশিনারি পার্টস, আমদানি নিয়ন্ত্রিত বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়।

একই দিনে বিকালে কনভেয়ার বেল্ট নং-৪ হতে একটি পরিত্যক্ত লাগেজ থেকে বিপুল পরিমাণ আমদানি নিয়ন্ত্রিত ওষুধ জব্দ করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। এসব বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

এইচ এম/একেএস

আরও পড়ুন