• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০১৯, ১১:২৪ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১০, ২০১৯, ১১:২৬ এএম

বসুন্ধরা শপিংমল থেকে ২৫ লাখ টাকার মোবাইলফোন জব্দ

বসুন্ধরা শপিংমল থেকে ২৫ লাখ টাকার মোবাইলফোন জব্দ

বসুন্ধরা শপিংমলে অভিযান চালিয়ে অবৈধভাবে আমদানি ৬৮টি মোবাইলফোন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। যার বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে র‌্যাব হেডকোয়াটার থেকে জানানো হয়, বিকাল থেকেই রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময়  বিভিন্ন দোকান থেকে বিপুল পরিমাণ মোবাইলফোন জব্দ করা হয়। এসব মোবাইলফোন সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা হয়েছে। যার বাজার মূল্য ২৫ লাখ টাকা।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এ ব্যাপারে দোকান মালিকদের সতর্ক করেন।

অভিযানের বিষয়ে র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. জায়েদ শাহরিয়ার বলেন, বসুন্ধরা শপিং মলের বিভিন্ন দোকানে অবৈধ মোবাইলফোন বিক্রি হচ্ছে এমন  তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন কোম্পানির ৬৮টি মোবাইলফোন আটক করা হয়।

এইচ এম/একেএস

আরও পড়ুন