• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ০৬:১৩ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০১৯, ০৬:১৩ পিএম

জুয়ার আসরে গ্রেফতার বাচসাস নেতা বাবু

জুয়ার আসরে গ্রেফতার বাচসাস নেতা বাবু
কামরুজ্জামান বাবু - ফাইল ছবি

রাজধানীর বিজয়নগরে জুয়া খেলার সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু। একইসঙ্গে তিনি নাগরিক টেলিভিশনের অনুষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 

রোববার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার পর রাজধানীর বিজয় নগরের সায়হাম স্কাইভিউ টাওয়ারে অভিযান চালায় রমনা থানা পুলিশ। অভিযানে কামরুজ্জামান বাবুসহ ১৫ জন জুয়াড়ীকে গ্রেফতার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল হক। তিনি বলেন, আমরা গতকাল অভিযানে ১৫ জন আটক করেছি। তাদের মধ্যে কামরুজ্জামান বাবু নামে একজন জুয়াড়ী আছেন। আজ বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

কামরুজ্জামান বাবু গত ২৭ জুলাই বাচসাস নির্বাচনের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

এইচ এম/ এফসি

আরও পড়ুন