• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৯, ০৪:২০ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১২, ২০১৯, ০৪:২০ পিএম

কাউন্সিলর মিজানকে সিআইডির কাছে হস্তান্তর

কাউন্সিলর মিজানকে সিআইডির কাছে হস্তান্তর
রিমান্ডের জন্য আদালতে নিয়ে যাওয়া হচ্ছে কাউন্সিলর মিজানকে -ছবি : জাগরণ

ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান ওরফে মিজানকে রাতেই শ্রীমঙ্গল পাঠানো হবে বলে জানানো হলেও শুক্রবার মধ্যরাতে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল আলিম দৈনিক জাগরণকে জানান, রাত আড়াইটার দিকে মানি লন্ডারিং আইনে মামলা দিয়ে আমাদের কাছে কাউন্সিলর মিজানকে সোপর্দ করে দিয়ে গেছে র‌্যাব।

তিনি জানান, মামলাটি এই থানায় দায়ের করা হলেও তাৎক্ষণিকভাবে তা সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে সিআইডি তাকে থানা থেকে গ্রহণ করে ১০দিনের রিমান্ড চেয়ে সরাসরি আদালতে নিয়ে যায়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম শুক্রবার (১১ অক্টোবর) মিজানের বাসায় অভিযান শেষে গণমাধ্যমকে জানিয়েছিলেন মিজানকে শ্রীমঙ্গল থানায় রাতেই সোপর্দ করা হবে। সেখানে তার বিরুদ্ধে অস্ত্র আইনে এবং মানি লন্ডারিং আইনে মামলা করা হবে। কিন্তু তা করা হয় নি। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায় নি।

টিএইচ/এসএমএম

আরও পড়ুন