• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৯, ০৯:১৮ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৩, ২০১৯, ১০:১২ এএম

বিমানে অনুমতি ছাড়া যাত্রী চেক-ইন, সার্ভিস সুপারভাইজার বরখাস্ত

বিমানে অনুমতি ছাড়া যাত্রী চেক-ইন, সার্ভিস সুপারভাইজার বরখাস্ত

অসদাচরণের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজারকে বরখাস্ত করা হয়েছে। তার নাম- কাজী গিয়াস উদ্দীন।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে বিমানের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এ বিষয়ে দেয়া আদেশে তার অসদাচরণের কথা উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে মানবপাচারে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

বরখাস্তের অফিস আদেশে বলা হয়, গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার কাজী গিয়াস উদ্দীনের (পি-৩৬৫৪১) গত সোমবার (২১ অক্টোবর) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাগেজ সার্ভিস ইউনিটে ডিউটি ছিল। তবে তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ভোর ৫টা ৪৪ মিনিট থেকে যাত্রী চেক-ইনের দায়িত্ব পালন করেন। সে সময় বিজি-০৮২ ফ্লাইটের যাত্রীদের চেক-ইন হচ্ছিল। পরে গিয়াস উদ্দীনের চেক-ইন করা চার যাত্রীকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সদস্যরা অফলোড করে আটক করেন।

ওই আদেশে আরও বলা হয়, এ ঘটনায় বিমানের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন হয়েছে। গিয়াস উদ্দীনের আচরণ বিমানের চাকরিবিধির পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধের শামিল। তাকে অসদাচরণের কারণে বিমান কর্মচারী প্রবিধিনমালার ৫৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এইচএম/টিএফ

আরও পড়ুন