• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৯, ০৬:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৩, ২০১৯, ০৬:৪৪ পিএম

শাহজালালে আড়াই কেজি স্বর্ণসহ যাত্রী আটক

শাহজালালে আড়াই কেজি স্বর্ণসহ যাত্রী আটক
আরমান নামে এক যাত্রীকে আটক করে বিমান বন্দর আর্মড পুলিশ-ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ জব্দ করেছে বিমান বন্দর আর্মড পুলিশ। এ সময় স্বর্ণপাচারের অভিযোগে আরমান নামে এক যাত্রীকে আটক করা হয়। 

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে তাকে আটক করা হয়। 

শাহজালাল বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, আরমান সিলেট থেকে একটি উড়োজাহাজে করে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিমানবন্দর আর্মড পুলিশের একটি দল তাকে আটক করে। পরে তাকে তল্লাশি করে তার প্যান্টের বেল্টের নিচ থেকে ২০টি সোনার বার জব্দ করা হয়। যার ওজন প্রায় আড়াই কেজি। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। 

রুপম নামে এক ব্যক্তির নির্দেশনায় এই স্বর্ণবারগুলো বহন করছিল সে।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছিল। 

এইচএম/এসএমএম