• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৪, ২০১৯, ১২:৪০ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৪, ২০১৯, ১২:৪০ এএম

ধানমন্ডি জোড়া খুন

প্রধান অভিযুক্ত সুরভি আক্তার গ্রেফতার

প্রধান অভিযুক্ত সুরভি আক্তার গ্রেফতার

রাজধানীর ধানমন্ডিতে একই বাড়ির গৃহকর্তী আফরোজা বেগম ও গৃহকর্মী দিতিকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নারী সুরভি আক্তারকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) রাত ১০ টার দিকে রাজধানীর আগারগাঁও থেকে তাকে গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ। পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল্লাহ হেল কাফী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় জিজ্ঞাসাবাদের জন্য সুরভি আক্তারকে ধানমন্ডি থানায় আনা হচ্ছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত শুক্রবার (পহেলা নভেম্বর) বিকেলে ধানমন্ডির ২৮ নম্বর সড়কের ২১ নম্বর বাসায় খুন হন গৃহকর্ত্রী আফরোজা বেগম এবং তার গৃহকর্মী দিতি। ঘটনার দিন বিকেলে ওই বাসায় কাজ করার জন্য এক গৃহকর্মীকে নিয়ে এসেছিলেন আফরোজা বেগমের মেয়ে জামাতা মনির উদ্দিন তারিমের ব্যক্তিগত সহকারী বাচ্চু।

জোড়া খুনের ঘটনায় শিল্পপতি কাজী মনির উদ্দিন তারিমের পিএস বাচ্চুকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্য মতে অভিযুক্ত নতুন গৃহকর্মী সুরভীর খোঁজে পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক দল সম্ভাব্য সব জায়গায় অভিযান চালায়।

অবশেষে তাকে গ্রেফতারে সফল হয় পুলিশ।

এইচএম/এসকে

আরও পড়ুন